নবী ইবরাহিম ও মা সারা (আঃ) এর ঘটনা
নবী ইবরাহিম ও মা সারা (আঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত- তিনি বলেন, নবী (ﷺ ) বলেছেন, ইবরাহীম (আঃ) হজরত সারাকে (আঃ) কে সঙ্গে নিয়ে হিজরত করলেন এবং এমন এক জনপদে প্রবেশ করলেন, যেখানে এক বাদশাহ ছিল, অথবা বললেন, এক অত্যাচারী শাসক (নমরুদ) ছিল। (সেই দুস্চরিত্র) শাসকের খবর পাঠানো হলো যে, ইবরাহীম (নামক এক ব্যক্তি) … Read more