একজন মুমিনের অন্তর কঠিন হয়ে যাওয়ার ৮টি বড় কারণ
(১) আল্লাহর জিকির থেকে বিমুখ থাকা।
(২) ফজর ইবাদতের ব্যাপারে অবহেলা করা।
(২) গুনাহর কাজ করা।
(৩) দীনের জ্ঞান অন্বেষণ না করা।
(৪) কু প্রবৃত্তির অনুসরণ করা এবং সত্য গ্রহণ না কর।
(৫) অহংকার এবং খারাপ চরিত্র।
(৬) দুনিয়ার প্রতি মোহাচ্ছন্ন হয়ে পড়া।
(৭) বিদআতি, ওয়াহাবিদের বই-পুস্তক পড়া (বা বক্তৃতা শোনা) এবং সেগুলো দ্বারা প্রভাবিত হওয়া।
(৮) প্রয়োজনের অতিরিক্ত কথা বলা, খাওয়া, ঘুমানো, হাসা, মানুষের সাথে উঠা-বসা করা এবং অনর্থক কাজে ব্যস্ত থাকা।
আল্লাহ তায়ালা আমাদেরকে অন্তর এমন শক্ত হয়ে যাওয়া থেকে হেফাজত করুন যার কারণে আমরা হেদায়েতের অমৃত সুধা পান করা হতে বঞ্চিত হই। আল্লাহই একমাত্র অন্তরের পরিবর্তন কারী।
হে আল্লাহ, তুমি আমাদের অন্তরগুলোকে তোমার আনুগত্যের উপর প্রতিষ্ঠিত রাখ। আমীন।
collected
Spread the love