কারো গালে কি মারা নিষেধ
কারো চেহারায় আঘাত করা জায়েজ নেই । এমনকি ইসলামে যুদ্ধের ময়দানেও শত্রুর চেহারায় আঘাত করা তো দূরে থাক থাপ্পড় মারাকেও নিষেধ করা হয়েছে। যেমন সহীহ মুসলিমে হাদীস বর্ণিতো হয়েছে। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতো রাসুল (ﷺ) বলেন:
إذا قاتل أحدُكم أخاه ، فلا يلطُمنَّ الوجهَ
“কেউ যদি তার ভায়ের সাথে লড়াইয়ে লিপ্ত হয় সে যেনো চেহারায় থাপ্পড় না মারে।” (সহীহ মুসলিম, হা/২৬১২)
তিনি আরোও বলেছেন,
إذا قاتل أحدكم فليجتنب الوجه
“তোমাদের কেউ লড়াই করলে যেনো চেহারায় আঘাত করা থেকে বিরতো থাকে।” (সহীহ বুখারী)
হাদিস দ্বারা বুঝা গেল চেহরাতে মারা নিষেধ।