কোরবানী যাদের জন্য মাপ
প্রশ্নঃ- কুরবানী কাদেন জন্য মাফ দয়া করে জানবে?
উত্তর- ৪ প্রকার ব্যক্তির জন্য কুরবানী মাফ
(১) মিসকিন (অতি দরিদ্র ব্যক্তি)।
যারা অতি দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের উপর কুরবানী ওয়াজিব নয় কারণ তারা মালিকে নেসাব নয় ।
(২)ঋণগ্রস্ত ব্যক্তি ।
অনেক মালিকে নেসাব ব্যক্তি এমনও আছেন যাদের মাথার উপর অনেক বড় ঋণের বোঝা আছে সেই ঋণ পরিশোধ করলে আর মালিক এ নেসাব থাকবেনা এমন ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব নয় । পক্ষান্তরে ঋণ পরিশোধ করার পর যদি মালিক এ নেসাব অবশিষ্ট থাকে তাহলে কুরবানী ওয়াজিব হবে ।
(৩) মুসাফির ব্যক্তি ।
মুসাফির বা ভ্রমণকারী ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব নয় ।
(৪) গোলাম ।
গোলামের উপর কুরবানী ওয়াজিব নয় । আগের যুগে গোলামের রেওয়াজ ছিল । যুদ্ধক্ষেত্রে বন্দী মানুষগুলোকে গোলাম রূপে রাখা হতো । বর্তমানে গোলাম আর নেই।
এমন ৪ প্রকার ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব নয় । তার পরেও যদি কুরবানী করতে চাই তাহলে নফল হিসেবে করতে পারে ।
১০ই জিলহজের শুভ সাদেক থেকে ১২ ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত কোরবানির সময় । এই সময়ের মধ্যে মুসাফির ব্যক্তি যদি বাড়ি ফিরে আসে, আর সে মালিকে নেসাব হয় তাহলে তার উপর কুরবানী ওয়াজিব হবে ।
আশা করি এই সুন্দর তথ্যগুলি আপনাদের ভাল লেগেছে । ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ।
লিখেছেন
আব্দুল আজিজ কাদরী
৭ভাগে কুরবানী করলে কি কুরবানি হবে? জানতে এখানে ক্লিক করুন