হুযাইফা্হ ইবনুল ইয়ামান (রাঃ) থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ (ﷺ) নিদ্রা যাওয়ার ইচ্ছা করতেন তখন বলতেন,
” اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا “
উচ্চারণঃ- ”আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া”
আর্থঃ- “হে আল্লাহ! আমি তোমার নামেই মৃত্যুবরণ করি ও জীবন লাভ করি”। (তিরমিজি,৩৪১৭)
হুযায়ফাহ (রাঃ) থেকে বর্ণিত,তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ””
উচ্চারণঃ- ”আলহামদুলিল্লাহিল্লাযি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর”
অর্থঃ- “সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করেছেন এবং তাঁর কাছেই প্রত্যাবর্তন করতে হবে”(ফিরে যেতে হবে)।
( বুখারী ৬৩১২,সুনানে ইবনে মাজাহ, ৩৮৮০)
ইসলামের বানী প্রোচারার্থে ৩জনকে শেয়ার করুন ।
👉🏼মনের কষ্ট ও বিপদ দূর করার দোয়া