ভালো অথবা মন্দ স্বপ্ন দেখে যে দু’আ পড়তে হয়
আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, তোমাদের কেউ তার পছন্দনীয় স্বপ্ন দেখে থাকলে তা আল্লাহ তা’আলার পক্ষ হতে। অতএব সে যেন এজন্য আল্লাহ তা’আলার প্রশংসা করে (আলহামদুলিল্লাহ বলে) এবং যা সে দেখেছে তা অন্যের নিকট প্রকাশ করে।(ভালো স্বপ্ন দেখলে প্রকাশ করতে হবে)।
আর সে এর বিপরীত মন্দ স্বপ্ন দেখলে তা শাইতানের পক্ষ হতে। অতএব সে যেন এর অনিষ্ট হতে আল্লাহ তা’আলার কাছে আশ্রয় প্রার্থনা করে (আউয়ুবিল্লাহিমিনা শয়তানির রজিম পড়ে) এবং অন্য কারো নিকট তা ব্যক্ত না করে। তাহলে তাতে তার কোন অনিষ্ট (ক্ষতি) হবে না।
(জামে’ আত-তিরমিজি, হাদিস নং ৩৪৫৩)
Spread the love