স্বামীর যেসব গুণাবলীর কারণে স্ত্রীরা ভালোবাসেন
আসসালামু আলাইকুম,প্রিয় পাঠকবৃন্দ আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন । স্বামী ও স্ত্রী সম্পর্কে একটি সুন্দর পোষ্ট নিয়ে উপস্থিত হয়েছি । একটু মনযোগ সহকারে শেষ পরযন্ত পড়ুন।
স্ত্রীর কাছে স্বামীরা যেসব গুণাবলীর কারণে ভালো হয় তার মাঝে উল্লেখযোগ্য কিছু গুণ হলো
(১) স্ত্রীর প্রতি তিনি সুন্দর ব্যবহার করেন। উত্তম শব্দ ব্যবহার করে কথা বলেন। তার প্রতি তিনি নম্র ও দয়ার্দ্র থাকেন।
(২) বাইরে নানান কাজে থাকলেও অন্য কোন মহিলার ব্যাপারে তিনি আগ্রহী হন না। দৃষ্টিকে সংযত রাখেন, হৃদয়েকেও অত্যন্ত সচেতনভাবে সতর্ক রাখেন।
(৩) নিজে ইসলাম শিখেন নিয়মিত, স্ত্রীকে নিয়ে শিখেন এবং তাকে উৎসাহিত করেন। দু’জনে মিলে ইসলামকে পালনের চেষ্টা করেন।
(৪) জীবনসঙ্গিনী যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তখন তিনি শক্ত হয়ে তার পাশে থাকেন।
(৫) যদি তার স্ত্রী কখনো তাকে কষ্ট বা আঘাত দিয়ে ফেলে, তিনি নিজেকে শান্ত রাখেন। খেপে যান না কেননা তিনি ধরেই নেন স্ত্রী হয়ত তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে চাননি, অসতর্কতায় এমনটি হয়ে গেছে।
(৬) জীবনসঙ্গিনীর ছোট ছোট ভুলগুলো তিনি এড়িয়ে যান এবং তার ভালো কাজগুলোকে উৎসাহিত করেন। তার পরিশ্রমের কাজগুলোর ব্যাপারে প্রশংসা করেন।
(৭) ঘরের কাজগুলোতে স্ত্রীকে সাধ্যমতন সাহায্য করেন। তার জন্য কাজ ফেলে রেখে দেন না।
(৮) প্রয়োজনীয় জিনিস চাওয়ার আগেই হাজির করে দেন ।
(৯) স্ত্রী ভুল করলে হাসি মুখে ভালোবেসে ভুল ধরিয়ে দেন।
(১০) যে স্বামী বিভিন্ন বিষয়ে স্বামীর সঙ্গে পরামর্শ করে ।
স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা যত গভীর হবে সংসার জীবনে সুখ তত বেশি হবে । তাই প্রত্যেক স্বামীর কর্তব্য হল,স্ত্রী কে ভালোবাসা । আর একজন স্ত্রীকেও সর্বদা স্বামীর প্রতি খেয়াল রাখতে হবে এবং স্বামীর অবস্তা বুঝে সুন্দর করে কথা বলতে হবে যাতে স্বামী কষ্ট না পান ।
👉🏼স্ত্রীর সঙ্গে করণীয় কিছু সুন্নত-স্বামীর জন্য উপদেশ